কখনো প্রেমে পড়িনি আমি : আঁচল

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

নিউজটি শেয়ার করুন

‘ভুল’ এবং ‘বেইলি রোড’ ছবি দুটি পরপর মুক্তি পায় ২০১১ সালে। এ ছবি দুটি দিয়ে সিনেমায় অভিষিক্ত হন চিত্রনায়িকা আঁচল। তবে বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘জটিল প্রেম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর ‘ভালবাসার রংধনু’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘ফাঁদ- দ্য ট্র্যাপ’, ‘স্বপ্ন যে তুই’, ‘কিস্তিমাত’, ‘আজব প্রেম’, ‘সুলতানা বিবিয়ানা’সহ বেশ কিছু ছবিতে তিনি অভিনয়ের জন্য প্রসংশিত হন।

 

সর্বশেষ মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমায় কাজ করেছেন। এরপর বেশ কিছু সিনেমার শুটিং করার কথা থাকলেও সেটি করোনার কারণে আটকে আছে। আজ ‘জটপট’ আড্ডায় যোগ দিলেন তুলারাশির অভিনেত্রী আঁচল। লিখেছেন অরণ্য শোয়েব-

 

প্রথম স্কুল : খুলনায়

 

প্রথম শিক্ষক : আমার মা

 

প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা : একটি নাচের অনুষ্ঠান করেছিলাম টিভিতে। বেশ ভয় ভয় ব্যাপার ছিল। কিন্তু খুব এনজয়ও করেছি। সেই দিনটি আসলে স্মরণীয় একটি দিন।

 

প্রথম পারিশ্রমিক : খুব ছোট ছিলাম তখন, মনে করতে পারছি না। আর পারিশ্রমিকটা আম্মুর হাতে দিয়েছিলেন প্রযোজক। তাই সঠিকভাবে বলতে পারবো না।

 

প্রথম পড়া বই : স্কুলের বই দিয়েই পড়ার জীবন শুরু।

 

প্রথম প্রেম : আমি প্রেম করিনি। তবে একটু আধটু দুষ্টুমি করেছি যখন ছেলেরা পেছনে ঘুরঘুর করতো। হা হা হা…! সেটা ঢাকায় আসার পর। তখন মনে হয় ক্লাস নাইনে পড়ি। বিপরীত লিঙ্গের প্রতি যে প্রেম সে অর্থে আমি কখনো প্রেমে পড়িনি। এছাড়া আমার অনেক প্রেম আছে অনেক কিছুর জন্য। যেমন সিনেমার প্রতি প্রেমটা খুব গভীর।

 

প্রথম অভিনীত চলচ্চিত্র : আমার প্রথম সিনেমা ‘ভুল’

 

প্রিয় রং : লাল

 

প্রিয় খাবার : প্রিয় খাবার তো অনেক আছে। তবে বিশেষ প্রিয় হাঁসের মাংস আর খিচুড়ি।

 

প্রিয় পোশাক : সালোয়ার কামিজ।

 

প্রিয় স্বপ্ন : জীবনে যদি প্রচুর টাকা হয় তাহলে মসজিদ, এতিমখানা এবং সামাজিক কাজে নিজেকে জড়াতে চাই।

 

প্রিয় সিনেমা : শাহরুখ খানের ওম শান্তি ওম। অনেকবার দেখেছি ছবিটা।

 

প্রিয় তারকা : শাবানা ম্যাম। আমার সবদিক থেকেই উনাকে আদর্শ তারকা মনে হয়।

 

প্রিয় পরিচালক : করণ জোহর।

 

প্রিয় স্থান : অবশ্যই আমার জন্মস্থান খুলনা।

 

প্রিয় বন্ধু : অনেক প্রিয় বন্ধু আছে। তবে আমার মা-কেই সবার সেরা বন্ধু মনে করি আমি।

 

প্রিয় শখ : ঘুরতে ও শপিং করতে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ