হিজলায় অস্ত্র তৈরির সময় যুবক আটক

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

হিজলায় অস্ত্র তৈরির সময় যুবক আটক
নিউজটি শেয়ার করুন

 

বরিশালের হিজলায় অস্ত্র তৈরির সময় আজিজ সরদার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার গৌরবদী থেকে তাকে আটক করা হয়।

 

এ সময় আজিজ সরদারের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ।

 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বলেন, আটক যুবকের কোনো দলীয় পরিচয় নেই। তবে তিনি স্বীকার করেছেন টাকার বিনিময়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

হিজলা গৌরবদীর সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার লাবনী আক্তার বলেন, এলাকাবাসী অস্ত্রের কারিগর আজিজ সরদারকে আটক করে পুলিশে খবর দেয়। সবার সামনে আজিজ স্বীকার করেছেন তিনি ডা. শাম্মী আহমেদের হয়ে কাজ করছেন। প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে দেড় থেকে দুইশ অস্ত্র তৈরি করে পৌঁছে দেন তিনি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ