সাবেক এমপি বদির বিচার শুরু

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

সাবেক এমপি বদির বিচার শুরু
নিউজটি শেয়ার করুন

 

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কক্সবাজারের টেকনাফের সরকার দলীয় সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে রবিবার আদালতে চার্জ গঠন হয়েছে।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাল হোসেন এই আদেশ দেন। এ চার্জ গঠনের মধ্য দিয়ে বদির বিরুদ্ধে দুর্নীতির মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সালাউদ্দিন লাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুর রহমান বদির আইনজীবী রফিকুল ইসলাম জানান, চার্জ গঠন হওয়ায় আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

 

মামলার বিবরণে জানা যায়, ৪৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত ও ৬৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০০৭ সালের ডিসেম্বরে টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা হয়। নগরীর ডবলমুরিং থানায় বাদী হয়ে মামলা করেন দুদকের সহকারী আইনজীবী আলী আকবর। পরে ২০০৮ সালের জুনে চার্জশিট জমা দেয় দুদক।

 

আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুইবারের সংসদ সদস্য। ইয়াবা পাচারসহ বিভিন্ন কর্মকাণ্ডে তুমুল সমালোচনার মুখে ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হন। সেই আসনের বর্তমান সংসদ সদস্য তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ