লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনা, বরিশাল ছাত্রদল সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনা, বরিশাল ছাত্রদল সভাপতি গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

আসন্ন জাতীয় নির্বাচনী তফসিল ঘোষণার পর বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

 

গ্রেফতার দুইজনের মধ্যে একজন হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম। অন্য আরেকজনের পরিচয় নিশ্চিত করেনি র‌্যাব।

 

 

 

বুধবার (১৫ নভেম্বর) ভোরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

 

তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী সময়ে বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার অন্যতম বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম। তাকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

কমান্ডার মঈন আরও বলেন, এছাড়া গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতাও বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম।

 

 

 

এদিকে, একদিন বিরতি দিয়ে বুধবার (১৫ নভেম্বর) ভোর থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। চতুর্থ ধাপের অবরোধ শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়। পঞ্চম দফায় রেল, সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে দলটি। বুধবার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ