বরিশালে আ.লীগের জনসভায় হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩

বরিশালে আ.লীগের জনসভায় হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে আসা পঙ্কজ নাথের অনুসারীদের ওপর হামলার ঘটনায় সিরাজ সিকদার (৫৮) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মাঠে এ হামলার ঘটনা ঘটে।

 

 

নিহত সিরাজ সিকদার বরিশালের হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের কোব্বাত সিকদারের ছেলে। পঙ্কজ নাথের অনুসারীদের দাবি, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের কর্মীরা এ হামলা চালায়।

 

 

যদিও পুলিশের দাবি, নিহত ব্যক্তি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ঘটনা তদন্তে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

 

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, জনসভার মাঠে মারামারির খবর শুনেছি। তবে সিরাজ নামে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন। ঘটনা তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

 

আহত সোহাগ জানান, মেহেন্দীগঞ্জে আমরা এমপি পঙ্কজ নাথের রাজনীতি করি। আজ আমাদের নেত্রী শেখ হাসিনা আসায় তার জনসভায় যোগ দেই। মাঠে প্রবেশ করতেই ডা. শাম্মী আহমেদের কর্মীরা আমাদের মিছিলের ওপর হামলা চালিয়ে আমাদের ১৫/১৬ জনকে আহত করেন।

 

 

উপজেলা ছাত্রলীগের কর্মী রেহান বলেন, শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হওয়ায় সেই ক্ষোভে পঙ্কজ নাথের কর্মীদের মারধর করে আমাদের মাথা ফাটিয়ে দিয়েছে।

 

 

মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ভুট্টো মোল্লা বলেন, জনসভাস্থলে আগে থেকেই শাম্মী আহমেদের সমর্থকরা ছিলেন। আমরা দুপুর সোয়া দুইটার দিকে মিছিলসহকারে মাঠে প্রবেশ করি। এ সময় শাম্মীর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমাদের মিছিলে থাকা সিরাজ সিকদার ঘটনাস্থলেই নিহত হন।

 

 

 

তবে ড. শাম্মী আহমেদের অনুসারী হিজলা উপজেলা কৃষকলী‌গের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ সিরাজ সিকদারকে তাদের কর্মী দাবি করে বলেন, দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে একজন নিচে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কবির উদ্দিন জানিয়েছেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধারণা করছি, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবু সন্দেহের কারণে আমরা মরদেহ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

 

বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল হয়ে যায়। অপরদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন সংসদ সদস্য পঙ্কজ নাথ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ