বরগুনায় দায়িত্ববাহকদের সাথে এনসিটিএফ’র জবাবদিহিতামূলক অধিবেশন

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

বরগুনায় দায়িত্ববাহকদের সাথে এনসিটিএফ’র জবাবদিহিতামূলক অধিবেশন
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরগুনার বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিডিপি’র ওয়াই মুভস প্রজেক্টের ব্যবস্থাপনায় রবিবার বেলা ১২টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে দায়িত্ববাহকদের সাথে এনসিটিএফ সদস্যদের জবাবদিহিতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অধিবেশনে সভাপতিত্ব করেন নলটনা ইউনিয়ন এনসিটিএফ’র সভাপতি সাইফুননাহার ফিহা।

 

জবাবদিহিতামূলক অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব কুমার দাস, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার।

 

অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায়, বরগুনা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও ডিবিসি বরগুনা প্রতিনিধি মালেক মিঠু, বেতাগী এনসিটিএফ’র সভাপতি খায়রুল ইসলাম মুন্না, বরগুনা সদর উপজেলার শিশু সাংসদ আকিব হোসেন রাফি, এনসিটিএফ বরগুনা সদরের সাংগঠনিক সম্পাদক তাইয়্যেবা ইসলাম অরণী, বেতাগীর শিশু বিষয়ক গবেষক তাকওয়া তারিন নূপুর, এনসিটিএফ বেতাগী উপজেলার সাধারণ সম্পাদক জান্নাতুল বাকিয়া মিম, এনসিটিএফ নলটোনায় ইউনিয়নের সাধারণ সম্পাদক সিফাত হোসেন, পাথরঘাটা উপজেলার সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নিহাদ, পাথরঘাটা উপজেলার সভাপতি নাজমুস সাকিব, শিশু গবেষক তাসলিমা, আমতলী উপজেলার মারজিয়া সুমাইয়া, আরিফুল ইসলাম প্রমুখ।

 

এনসিটিএফ নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে অধিবেশনে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধান অতিথির নিকট বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

 

অধিবেশন সঞ্চালনা করেন এনসিটিএফ বরগুনার সদর উপজেলার সভাপতি উম্মে হাবিবা রূপা।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ