পাথরঘাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

পাথরঘাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
নিউজটি শেয়ার করুন

 

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালিত হয়েছে৷ রোববার (১৭ সেপ্টেম্বর ) “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্য উপজেলা প্রশাসন পাথরঘাটা বরগুনা এই দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও একদিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে।

 

 

সকাল ৯.৩০ মি র‍্যালি পাথরঘাটা উপজেলা পরিষদ হতে শুরু হয়ে পাথরঘাটা শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে৷

 

 

 

র‍্যালির পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাথরঘাটার উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বরগুনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা গোলাম কবির চেয়ারম্যান পাথরঘাটা উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আকন মেয়র পাথরঘাটা পৌরসভা৷

 

 

 

আলোচনা সভায় বিশেষ অতিথি মোস্তফা গোলাম কবির বলেন ” আমরা স্থানীয় ভাবে সমস্যাগুলো সমাধান করি। আমরা চাই জনগনের সেবা নিশ্চিত করতে এটাই আমাদের স্থানীয় সরকারের মূলকাজ৷ এ কাজ সুন্দর ভাবে পালন করতে আমরা ওয়াদাবদ্ধ। ”

 

 

সভার সভাপতি সুফল চন্দ্র গোলদার বলেন ” স্থানীয় সরকার খুব কার্যকরী প্রক্রিয়া৷ সরকারের উন্নয়নমূলক কাজ স্থানীয় সরকারের তৃনমূল পর্যায়ে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে৷ ”

 

 

আলোচনায় সভায় পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা,সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ৷ আলোচনা সভার পর জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে একদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন অতিথিরা ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ