পটুয়াখালী:: ২৪ ঘণ্টায় ৭৯ জনের ডেঙ্গু শনাক্ত

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

পটুয়াখালী:: ২৪ ঘণ্টায় ৭৯ জনের ডেঙ্গু শনাক্ত
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় এ বছরের সর্বোচ্চ ৭৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। রোববার (২৩ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়। নতুন ৭৯ জনসহ গত ৬ মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫৬৪ জন।

 

 

 

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৬ জন। এখন সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৮ জন রোগী। এদিকে, ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 

 

ডেঙ্গুর উৎপত্তিস্থল নির্মূলে জমানো বৃষ্টির পানি, ডাবের খোসা, পুরানো টায়ার, টিউব ও বাড়ির কার্নিশে জমানো পানি পরিষ্কার করে রাখার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

 

এছাড়া জ্বর, ঠাণ্ডা, কাশি এবং শরীরের ব্যথা দেখা দিলে নিকষ্ট স্বাস্থকেন্দ্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পটুয়াখালী জেলা সিভিল সার্জন এসএম কবির হাসান জানান, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে আমরা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। সচেতন না হলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ