নারী

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

নারী
নিউজটি শেয়ার করুন

 

পরশ পাথরে আচ্ছাদিত
খোপায় বাহারি ফুল,
নারী তুমি বহুরূপী
অপরুপা স্নেহতুল।

 

 

কখনো তুমি অসীম স্নেহে মাতৃত্বে ঘেরা
তোমায় নিয়ে কত কুমন্ত্রণা
কতজনা কত গুঞ্জণ,
তুমি আমার আকুল পুজারি
মাতা স্বর্গের মহিয়ান।

 

 

 

কখনো তুমি বোন মায়েরই ছায়া
কত আদরে মাতৃরূপে
আহ, কতনা যতন দিয়ে
আগলে রেখেছো মনের গহিনে নিয়া।

 

 

কখনো তুমি মেয়ে, বাবার স্নেহের মাতা
তবুও তুমি প্রেমিক নির্বাচনে বাবার কাছেই বাধা।

 

 

কখনো তুমি প্রেমিকা,প্রেমিকের শক্তি
তার প্রতিষ্ঠিত হওয়াতে
তোমার কতনা পরিশ্রম আর ভক্তি।

 

 

 

কখনো তুমি সহধর্মিণী ভালোবাসায় ঘেরা
স্বামীর ইচ্ছাতে দিয়েছো সব সুখ বিসর্জন দিয়া।

 

 

নারী তুমি অযাচিত, নির্যাতিত এই ভদ্র সমাজে।
তবুও বলতে চাই
নারী তুমি বোন, মেয়ে,প্রেমিকা,স্ত্রী আর মাতা
পরিবারটা তোমার স্নেহসূএে গাঁথা।

 

লেখকঃ তানজিলা আক্তার


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ