“নারী রহস্য”

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

“নারী রহস্য”
নিউজটি শেয়ার করুন

 

সব কথা বলতে হবে মুখে, ধুর ছাই!
থাক না কিছু লেখা, নোটবইয়ের পাতায়।
সবটা বলতে মন দেয় কি সায়!
কিছু উত্তর বিশ্বাসেও টিকে থাকতে চায়।

 

 

সব রহস্য হয়না উন্মোচন সদা,
খানিক প্রকাশে মনে জাগে দ্বিধা।
নারী-হৃদয় কি’বা অধিক চায়,
বলার আগেই বুঝে নিবে, এইতো অভিপ্রায়।

 

 

 

কোমল হৃদয় পুষ্পময়,
কেন বলে বলে দিতে হবে সবই।
আর কবে শুনবে, হতভাগা!
নারী-মনে জমা অভিমান-ব্যথা।

 

 

যে বুঝবে সে না বলা ভাষা,
সে প্রকৃতজন, এ প্রত্যাশা।
রাখবে বিশ্বাস_ করবে না হেলা
দিবে গুরুত্ব_ না ভেবে অবলা।

 

 

আর যদি কর অবহেলা তারে
কঠিনতর হতে_ অমনই পারে।
এক নিমেষেই নির্জীব প্রাণ,
পুড়বে অন্তর, পাবে না ঘ্রান।

 

 

ভালোবাসা যদি দাও খাঁটি,
পূর্ণতা তাঁর_ তোমার বুকটি।
বাহুডোরে যেন চির শান্তি,
ভালো রাখার রবে আকুতি।

 

 

আগলে রেখো যত্ন করে
বিলাবে সুখ তোমার তরে,
আরও যদি চাও প্রতিদান
দিবে নারী আত্ম-বলিদান।

 

লেখক: মুসলিমা ইশা


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ