চরফ্যাশনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ভূমিহীন পরিবার

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

চরফ্যাশনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ভূমিহীন পরিবার
নিউজটি শেয়ার করুন

 

এম.নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি:: মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ২২ হাজার ১০১ টি ঘর হস্তান্তর করা হয়েছে।

 

 

বুধবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা,নোয়াখালী ও পাবনা জেলায় ভার্চুয়ালী যুক্ত হয়ে এইসব ঘর হস্তান্তর করেন।

 

 

এদিকে একই সময়ে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ১০০ টি ঘর উপকারভোগীদের হাতে হস্তান্তরের লক্ষ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ভিপি,সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান, পৌর মেয়র মোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া, মুক্তিযোদ্বা মোল্লা আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মোঃ মামুন হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবুল হাশেম মহাজন, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খোকন, কলমী ইউপি চেয়ারম্যান কাওসার আলম প্রমূখ।

 

 

উপকারভোগীরা মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ