কনে অপহরণচেষ্টা, ছাত্রলীগ নেতাসহ তিন জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ তিনজনের বিরুদ্ধে বিয়ের আসর থেকে কনেকে অপহরণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

 

সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, রোববার সকালে কনের বাবা পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন এ মামলা করেন।

 

মামলার অন্য দুই আসামি হলেন- জেলা শহরের ধূপপাশা এলাকার আবুল কালামের ছেলে আব্দুল আলীম (২৬) ও মো. শাওন (২৪)।

 

কনের বাবার অভিযোগ, শুক্রবার বিকালে তার মেয়ের আক্‌দ অনুষ্ঠানের আগে অনিক তার লোকজন নিয়ে এসে বিয়ের কনেকে অপহরণের চেষ্টা করেন। তখন এলাকাবাসীর বাধায় তারা ফিরে যান।

 

এ ঘটনায় শনিবার থানায় ওই তিনজনসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন কনের বাবা। তবে রোববার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে তিনজনকে।

 

মামলার এজাহারে অভিযোগ করেছেন, “অনিক হুমকি দিয়ে বলেছেন, তার মেয়েকে আলীম ছাড়া অন্য কারও সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এ সময় অনিকের সঙ্গে ছিলেন আলীম। অন্য কারও সঙ্গে বিয়ে দেওয়া হলে বাসরঘরে মেয়ের স্বামীকে হত্যা করে লাশ গুম করা হবে এবং মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হবে।”

 

তবে ছাত্রলীগ নেতা অনিক ও অনিকের বাবা জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, যে ঘটনায় মামলা হয়েছে তা ‘সর্ম্পূণ বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ’ হয়ে করা হয়েছে।

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি নূরুল ইসলাম বাদল।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ