বরিশালে নৃত্য শিল্পীকে ধর্ষণের ঘটনায় আটক ১

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

বরিশালে নৃত্য শিল্পীকে ধর্ষণের ঘটনায় আটক ১
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল নগরীর ধান গবেষণা এলাকায় নৃত্য শিল্পীকে সংর্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ সদস্যরা। শনিবার (২৮ জানুয়ারি) ভোরে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ধানখালী এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

 

 

এদিন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান র‌্যাব-৮ এর মিডিয়া সেল। গ্রেফতারের নাম মো. জসিম খান (৪০)। তিনি বরিশাল নগরীর রূপাতলী এলাকার মৃত কাসেম খানের ছেলে।

 

 

 

র‌্যাব জানায়, গত ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিকটিমকে বরিশাল নগরীর রূপাতলী ধান গবেষণা রোড খান বাড়ির পাশে বাংলালিংক টাওয়ায়ের সিকিউরিটির থাকার রুমের ভেতর জরুরি কথা বলার জন্য নিয়ে যান। পরবর্তীতে মিরাজ ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে সেখানেই ধর্ষণ করেন। এ সময় জসিম খানসহ অজ্ঞাতনামা আরও একজন ওই কক্ষে এসে মিরাজ ও ভিকটিমের গোপন ভিডিও ও ছবি ধারণ করার বিষয়ে জানায়। পরবর্তীতে তারা বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে ও অনলাইনে ছবি এবং ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

 

পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানালে, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি ভিকটিমের মা কোতোয়ালী থানায় পটুয়াখালী সদর থানার ছোট বিঘাই এলাকার আহসান সিকদারের ছেলে মো. মিরাজ হোসেন (২২) ও বরিশাল নগরীর রূপাতলী এলাকার মৃত কাসেম খানের ছেলে মো. জসিম খানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করে দলবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন।

 

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ বরিশাল ক্যাম্প মামলার ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী কার্যক্রম পরিচালনা করে। যাতে ঘটনার সত্যতা পেয়ে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় জসিম খানকে গ্রেফতার করা হয়। এছাড়া মামলার প্রধান আসামি মিরাজ হোসেনকে (ড্যান্স সহকারী) গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।

 

 

গ্রেফতারকে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে কোতোয়লি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ