পুলিশের ওপর হামলা, ভোলায় প্রধান আসামি মিরাজ গ্রেফতার

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

পুলিশের ওপর হামলা, ভোলায় প্রধান আসামি মিরাজ গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

ভোলা : ভোলার লালমোহন ‍উপজেলায় ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ মামলার প্রধান আসামি মিরাজকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার দালাল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মিরাজ লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ড চরছকিনা এলাকার মোতালেব মাতবরের ছেলে এবং ওই ওয়ার্ড কাউন্সিলরের ছোট ভাই।

 

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদক ব্যবসায়ী মিরাজের বিরুদ্ধে ১০টি ইয়াবা, চুরির মামলা রয়েছে। এর আগেও ২৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয় মিরাজ।

 

গত ২৩ আগস্ট রাতে লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ডে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন কাওসার হোসেন (২৬) নামে এক গোয়েন্দা পুলিশ সদস্য।

 

ওই সময় মিরাজকে মাদকসহ আটক করলে তার সহযোগী মাসুম ডিবির কাওসারের মাথায় ইট দিয়ে পিটিয়ে থেঁতলে দেয়াসহ ব্যাপক মারধর করে মিরাজকে ছিনিয়ে নেয়।

 

কাওসার এখনও ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই সময় মিরাজসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। মিরাজ পলাতক থাকে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ