ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি মা হারালেন। নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিত্রপরিচালক রফিক শিকদার এ তথ্য জানিয়েছেন।
দীর্ঘ দিন ধরে নানা রোগে ভুগছিলেন নিরবের মা। বিষয়টি উল্লেখ করে রফিক শিকদার বলেন- আন্টি দীর্ঘ দিন ধরে অসুস্থ। পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকালে আন্টি মারা গেছেন। গ্রামের বাড়ি ফরিদপুরের রাজবাড়ীতে মরদেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সেখানে শেষ নিদ্রায় শায়িত হবেন তিনি।
নানা রোগে আক্রান্ত নিরবের মা গত দুই বছর ধরে কিডনি ও ডায়াবেটিসের সমস্যা ভুগছিলেন। ৬ বছর আগে তার বাইপাস সার্জারি করা হয়। কিন্তু গত বছর আবার হার্টে রিং পরানো হয়। গত কয়েক মাস ধরে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করানো হচ্ছিল নিরবের মায়ের।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক