ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার অভিনেতার মেয়ে আঁখি আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে তিনি গ্রিনলাইন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। মাশাআল্লাহ, বর্তমানে তিনি বেশ ভালো আছেন। সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই।
আঁখি আরো জানান, তার বাবার শরীরে গত ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক