আড়াই লাখ ডলারে বিক্রি হলো জেমস বন্ডের সেই পিস্তল

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

বিনোদন ডেস্ক : এবার জেমস বন্ড তারকা শন কনারি’র ব্যবহৃত একটি পিস্তল নিলামে উঠেছে। আর সেটি তৈরি করেছে দুর্দান্ত এক ইতিহাস। হলিউডের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে পিস্তলটি।

 

হলিউড রিপোর্টারসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে খবরটি প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৯৬২ সালে মুক্তি পায় ‘ডক্টর নো’ ছবিটি। এখানে বন্ড হিসেবে বাজিমাত করেছেন শন কনারি। সিনেমায় তাকে দেখা যায় আধাস্বয়ংক্রিয় ওয়াল্টার পিপি পিস্তল ব্যবহার করতে।

 

সেটিই নিলামে উঠার পর তুলকালাম হয়েছে। গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে পিস্তলটি ২ লাখ ৫৬ হাজার ডলারে বিক্রি করা হয়।

 

জুলিয়েনস অকশন জানিয়েছে, পিস্তলটি নিলামের মধ্য দিয়ে হলিউডের ইতিহাসে আগের বিক্রির সব রেকর্ড ছাড়িয়েছে।

 

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ৯০ বছর বয়সে মারা যান শন কনারি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ