শুটিংয়ে যৌন হয়রানি, বলিউড অভিনেতা গ্রেফতার

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

শুটিংয়ে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার বলিউডের জনপ্রিয় অভিনেতা বিজয় রাজ। ভারতের মহারাষ্ট্রের গোন্ডিয়া থানার রামনগরের পুলিশ তাকে গ্রেফতার করে।

 

গোন্ডিয়ার অতিরক্তি পুলিশ সুপার জানান, বিজয় রাজের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে গোন্ডিয়ার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় বিজয় রাজকে।

 

মধ্যপ্রদেশে বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ নামে একটি ছবির শুটিং করছিলেন বিজয় রাজ। এ শুটিংয়ের জন্য গত ১৫ দিন ধরে মহারাষ্ট্রের গোন্ডিয়ার একটি হোটেলে ছিলেন বিজয় রাজ। সেখানে তিনি এক নারী ক্রিউ মেম্বারকে শ্লীলতাহানি করেন। ওই ঘটনার পর ওই নারী গোন্ডিয়ার রামনগর থানায় অভিযোগ দায়ের করেন বিজয় রাজের বিরুদ্ধে।

 

তিনি দাবি করেন, বিজয় তাকে মধ্যপ্রদেশ ও গোন্ডিয়া, দুটি শুটিং সেটেই শ্লীলতাহানি করেছে।অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-র এ এবং ডি ধারায় দায়ের করা হয় অভিযোগ। তার প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে গোন্ডিয়ার হোটেল থেকে গ্রেফতার করে অভিনেতা বিজয়কে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ