পরাণ বন্দ্যোপাধ্যায়ের ৮১ তম জন্মদিন আজ

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

বিনোদন ডেস্ক : সবার কাছে তিনি অতি আদরের পরাণ দা। বুড়ো থেকে ছোট; সবাই তাকে এই নামেই ডাকেন। তিনিও সারা দেন সদা হাস্যোজ্জ্বল মুখে। বলছি কলকাতার বিখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা।

 

আজ এই অভিনেতার ৮১ তম জন্মদিন। জীবনের এত দীর্ঘ পথ পাড়ি দিয়েও সুস্থ-সবল প্রাণ নিয়ে বেঁচে আছেন ওপার বাংলার অভিনয়ের পরাণ। এখনো তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন সিনেমা-নাটকে কখনো কুটিল বৃদ্ধ, কখনো প্রতিবাদী যুবক, কখনোবা মাঝবয়সি খিটখিটে বাড়িওয়ালার চরিত্রে।

 

পরাণ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যশোরের ছেলে। এ জেলায় জন্মেছিলেন তিনি ১৯৪০ সালের ১৮ অক্টোবর। শৈশবেই মা-বাবাকে হারিয়ে অনিশ্চিত জীবনের মুখোমুখি হন। পরে কলকাতার দমদমের বীরপাড়ায় তার পিসির কাছে চলে যান।

 

তিনি প্রথম বড় পর্দায় হাজির হন ২০০০ সালে ‘দেখা’ নামক একটি শর্ট ফিল্ম দিয়ে। তারপর একে-একে মন্দ মেয়ের উপাখ্যান, বোম্বাইয়ের বোম্বেটে, হচ্ছেটা কি, টিনটোরেটোর যিশু, দ্য জাপানিজ ওয়াইফ, গোঁসাইবাগানের ভুত, রয়্যাল বেঙ্গল রহস্য, বিন্দাস প্রেম, প্রলয়, চলো পটল তুলি, ভুতের ভবিষ্যৎ, যেখানে ভুতের ভয়, কিডন্যাপার, বাদশাহী আংটি-র মতো বহু বিখ্যাত ছবিতে সাবলীল অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ