ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
বিনোদন ডেস্ক : হিরো আলম একের পর এক গান গেয়ে আলোচনা সমালোচনায় আছেন । সম্প্রতি নিজের গানে নিজেই মডেল হয়েছেন তিনি।
গানের শিরোনাম ‘কিছু কথা আছে তোমার সাথে’ হিরো আলম ওরফে আশরাফুল আলমের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন নাজু। আর গানে হিরো আলমের সঙ্গে মডেল হয়েছেন নুসরাত।
হিরো আলম বলেন, এক কথায় বলতে গেলে গানটি করেছি আমার মন চেয়েছে বলেই। আমি চিন্তা করেছি নিজের গানে এবার নিজেই মডেল হবো। আমি গেয়েছি, অভিনয় করেছি।
হিরো আলমের গাওয়া গান নিয়ে অনেকেই ঠাট্টা-বিদ্রুপ করেন। এর উত্তরও দিয়েছেন হিরো আলম। তিনি বলেন, আমার চ্যানেল আছে সেখানে ছাড়ছি, যার ইচ্ছা হয় দেখবে, যার ইচ্ছা হয় না দেখবে না। এতে সমালোচনার কি আছে? আমি তো কাউকে জোর করছি না। তিনি গানটি দেখার জন্য সকলকে আমন্ত্রন জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক