ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
না ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী। মঙ্গলবার (০৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
থাইরয়েডে আক্রান্ত ছিলেন তিনি। এছাড়া তার শরীরে আয়োডিনের সমস্যা ছিল।
সিলভীর মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ।
তিনি বলেন, ‘অনেক দিন ধরে আয়োডিন ও থাইরয়েড চিকিৎসা নিচ্ছিলেন সিলভী। আমার তত্ত্বাবধানে ঢাকার হেলথ কেয়ারেও ভর্তি ছিলেন অনেক দিন। অবশেষে তিনি আজ সকালে মার যান। ‘
সিলভী আজমী চাঁদনী শোবিজে যাত্রা শুরু হয় ২০০৭ সালে। বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি।
শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এতে তিনি চিত্রনায়ক শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন।
২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় চিত্রনায়ক মামনুন হাসান ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক