অভিনেতা আবীর চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

অভিনেতা আবীর চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত
নিউজটি শেয়ার করুন

 

বিনোদন ডেস্কঃ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে নিজের অফিসিয়াল টুইটারে এ তথ্য জানিয়ে টুইট করেন।

 

আবীর বলেন, আবারও প্রমাণ হল এই জীবনে কিছুই নিশ্চিত নয়। সবরকম সাবধনতা নিয়েও কোভিড আক্রান্ত হয়েছি। আমি শারীরিকভাবে ফিট। তবে ঘ্রাণশক্তি পুরোপুরি চলে গিয়েছে। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আর পরিবারের সদস্যরাও অনতিবিলম্বে করোনা পরীক্ষা করাব।

 

টুইটবার্তায় তিনি আরও বলেন, ‘আমার প্রযোজনা সংস্থা সবরকম সুরক্ষা ব্যবস্থা নিয়েছিল। এব্যাপারে আমি নিজেও আমার প্রোডাকশন টিমের সঙ্গে যথেষ্ট সতর্ক হয়েই কাজ করেছি। কিন্তু, তারপরও সংক্রমিত হলাম’।

 

প্রসঙ্গত, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগী ও সহকর্মীরা। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে আবীর অভিনীত ‘সুইজারল্যান্ড’ ছবিটি। পাশাপাশি জি বাংলা ‘সারেগামাপা’-র সঞ্চলনাও করছেন আবীর।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ