সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতার মৃত্যু

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

নারায়ণগঞ্জের চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক কর্মী, আলোকচিত্রী মোশারফ হোসেন রোজ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের সাবদীতে শুটিং শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোশারফ হোসেন রোজ সাংস্কৃতিক সংগঠন ‘এই বাংলায়’ এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন আলোকচিত্রী ও চলচ্চিত্র নির্মাতা। এ ছাড়া নারায়ণগঞ্জ শহরের মার্ক টাওয়ারে তার মোবাইল সার্ভিসিং ও বিক্রয়ের দোকান আছে।

 

নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, পূজার ছবি তোলার জন্য বাসা থেকে সকাল ১০টায় বের হয়েছিলেন। সে বাসায় ফিরলো না। অবশেষে ফিরলো ঠিকই কিন্তু লাশ হয়ে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে বন্দর থানার ওসি ফখরুদ্দনী ভূইয়া জানান, সাবদী বাজারের পাশ্ববর্তী সড়কে অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে জেনেছি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জানতে পেরেছি মোশারফ হোসেনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ