ঢাকা ৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯০ সালের আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান এই সংগীতশিল্পী।
মাহমুদুন্নবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার যোগ্য দুই উত্তরসূরি ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। যারা আজ গানে গানে স্মরণ করবে বাবা কে। গানের সাথে সাথে তার দুই কন্যা বাবার স্মৃতিচারণ করবেন এবং তার জীবনের গূরত্বপূর্ণ ঘটনা, জানা অজানা নানা তথ্য নিয়েও আলোকপাত করবেন বলেও জানা গেছে।
এছাড়া তারা দুই বোন মিলে মোট দশটি গান করবেন, এরমধ্যে রয়েছে ‘ওগো মোর মধুমিতা, তুমি যে আমার কবিতা, তুমি কখন এসে, সুরের ভুবনে, বড় একা একা লাগে’ প্রভৃতি।
‘প্রিয় যত গান’ নামের বিশেষ এই অনুষ্ঠানটি রবিবার বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাফি আহমেদ।
প্রসঙ্গত, কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবীর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘সালাম পৃথিবী তোমাকে সালাম’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’‘তুমি যে আমার কবিতা’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’, ‘ও গো মোর মধুমিতা,ইত্যাদি।
কালজয়ী এই সংগীতশিল্পী ১৯৩৬ সালের ১৬ ডিসেম্বর বর্তমান ভারতের বর্ধমান জেলার কেতু নামক এক গ্রামে জন্ম গ্রহণ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক