ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের ড্যাশিং ডিরেক্টর হিসেবে পরিচিত শাহীন সুমন। ব্যবসাসফল নির্মাতা হিসেবেও তার সুনাম রয়েছে। এবার এই নির্মাতা ওয়েব সিরিজ নির্মাণ করছেন।
সম্প্রতি কক্সবাজারে ‘মাফিয়া-লেটস প্লে’ শিরোনামের ওয়েব সিরিজটির শুটিং শুরু করেছেন তিনি। গত কয়েক দিন ধরে থেমে থেমে ঝরছে বৃষ্টি। শনিবারও (২৬ সেপ্টেম্বর) তার ব্যতিক্রম নয়। বৃষ্টির বাগড়ায় এখন বন্ধ রয়েছে শুটিং। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহীন সুমন।
কক্সবাজারে ওয়েব ফিল্মটির শুটিং সেটে এখন ঢাকাই সিনেমার বেশ কয়েকজন নির্মাতা ও কলাকুশলী উপস্থিত রয়েছেন। এ তালিকায় রয়েছেন— নির্মাতা শাহ আলম কিরন, অপূর্ব রানা প্রমুখ। অপূর্ব রানা বলেন, ‘শাহীন ভাইয়ের ওয়েব সিরিজের শুটিং দেখতে আসছি। এখানে এসে ভালোই লাগছে। শুটিং বেশ ভালোই চলছিল। তবে বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে।’
১৫০ পর্বের এই ওয়েব সিরিজ আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে অভিনয় করছেন—জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, অর্ষা, মৌ খান, রাখা তানহা খান প্রমুখ। এতে জাহিদ হাসানকে ননী ভাই নামে এক ক্ষমতাসীন ব্যক্তির চরিত্রে দেখা যাবে। এছাড়া একটি আইটেম গানে পারফর্ম করবেন লাজুক।
শাহীন সুমনের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। এটি মুক্তি পাবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক