ঢাকা ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
বিনোদন ডেস্ক : একই ধরনের ট্রাউজার পরে শাকিব খান এবং অপু বিশ্বাস একই ধরনের ট্রাউজার পরে শাকিব খান এবং অপু বিশ্বাস
ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। জনপ্রিয়তার শীর্ষে থাকা এ নায়কও বির্তকের মুখে পড়েন। গত বছর ছেঁড়া প্যান্ট পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন শাকিব খান। এবার অপু বিশ্বাসের ট্রাউজারের সঙ্গে মিল রেখে প্যান্ট পরায় আবারো সমালোচনায় পড়েছেন এই নায়ক।
কয়েকদিন আগে অপু বিশ্বাস তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় কালোর-সাদা ছাপার একটি ট্রাউজার পরেছেন অপু বিশ্বাস।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শাকিব খান একটি ছবি পোস্ট করেন। তাতেও দেখা যায় একই প্রিন্টের ট্রাউজার পরেছেন শাকিব খান। এরপরই সোশ্যাল মিডিয়ায় যেন সমালোচনার খোরাক হলেন তিনি। অনেকেই এটাকে বলছেন, অপু বিশ্বাসের সঙ্গে মিল রেখে এ ট্রাউজার কিনেছেন শাকিব।
ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। এরপরই অর্থাৎ ২০১৬ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক