ঢাকা ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
বিনোদন : পশুপ্রেমী হিসেবে খ্যাতি আছে মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমের। বহুবার রাস্তার কুকুরদের খাবার বিতরণ ও আহত প্রাণীর চিকিৎসা দিয়ে আলোচনায় এসেছেন তিনি। আর এই কারণে রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন নায়লা।
বিগত কয়েক মাস যাবত এই হয়রানির মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, মানসিকভাবেও ভেঙে পড়েছেন এই তারকা। আর তাই এর বিরুদ্ধে শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন এই শিল্পী। সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় বিষয়টি নিয়ে কথা বলতে চান।
নায়লার অভিযোগ, তার বাসায় পাঁচশ’ বিড়াল আছে বলে বেশ কিছুদিন ধরে বসবাসরত এলাকার সভাপতিসহ বেশ কয়েকজন অপবাদ দিয়ে আসছে। আর এ জন্য প্রায় প্রতি সপ্তাহে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে তাকে।
নায়লা বলেন, গত কয়েক মাস যাবত আমি মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। আমাদের সোসাইটির সহসভাপতিসহ বেশ কয়েকজন থানায় অভিযোগ করেন, আমার বাসায় পাঁচশ’ বিড়াল আছে। যা নাকি তাদের জন্য হুমকিস্বরূপ। এ জন্য প্রায় প্রতিদিন বাড্ডা থানা থেকে আমার নম্বরে ফোন দেয়। এমনকি পুলিশের এসিস্ট্যান্ট কমিশনারকে দিয়েও বেশ কয়েকবার ফোন দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে নানা ব্যবস্থার কথা বলা হয়। এই মাত্রা দিনকে দিন বাড়ছেই। আবার নানাভাবে আমাকে বলা হয়, আমি বিড়াল বেচাকেনার অবৈধ ব্যবসা করি। মূলত আমাকে বাড়ি ছাড়া করতেই এ ধরনের অভিযোগ করা হচ্ছে।
তিনি জানান, কিছুদিন আগে তাদের বিল্ডিংয়ে কিছু অংশে আইন বহির্ভূতভাবে নকশা করতে আসে। তাতে বাধা দিয়েছিলেন নায়লা। এরপর থেকে সোসাইটির সহসভাপতি শহীদ সাহেব, ল্যান্ড ওনার হান্নান সাহেব তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। পুলিশসহ নানাভাবে তাকে ভয়ভীতি দেখাতে থাকে। তারা দলবল নিয়ে যখন তখন তার বাসায় আসতে চায়। এমনকি পার্কিংয়েও তিনি তার মোটরবাইক চার্জ দিতে পারেন না। বিষয়গুলো দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে তাকে।
নায়লা আরো বলেন, অসুস্থ বিড়াল-কুকুরকে সেবা দেয়া তো খারাপ কাজ হতে পারে না। আমার বাসায় পশুপাখি থাকবে না মানুষ থাকবে, সেটা তো আমার বিষয়। তারপরও আমি দুই মাস সময় নিয়ে বলেছিলাম, কিছু বিড়াল দরকার হয় স্থানান্তর করব। কিন্তু তারা সে সুযোগও দেয়নি। সিটি করপোরেশন, বাড্ডা থানা, পুলিশের আইজি অফিসসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। আমি সবসময় এগুলো কম্প্রোমাইজ করেছি। তারা তা দুর্বলতা ভেবেছেন। এগুলো নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
মডেলিংয়ে আলোচিত হলেও নায়লা একজন দন্ত চিকিৎসক। এছাড়া পশু-পাখিদের বিভিন্ন সংগঠনের সঙ্গেও কাজ করে আসছেন তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক