তালের যতো উপকারিতা

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

তালের যতো উপকারিতা
নিউজটি শেয়ার করুন

 

বাংলাদেশর মৌসুমি ফলের একটি হলো তাল। এটি গ্রীষ্মকালে ধরে। তালের রস থেকে নানা ধরনের পিঠা তৈরি হয়। আর ছোট বেলায় তাল পিঠার গল্প স্কুলে পড়েনি এমন লোক মেলা দায়। কারণ বাঙালি জাতির সঙ্গে তাল পিঠার রয়েছে গভীর সম্পর্ক।

 

তালের রস শুধু সুস্বাধু পিঠা তৈরিতেই নয়, এর অনেক উপকারিতাও রয়েছে। এছাড়াও তালের রসে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতিও রয়েছে। তাল নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ এইট্টিন।

 

তালের রস থেকে শুধু পিঠায় হয় না আরো অনেক কিছু প্রস্তুত করা হয়ে থাকে। এই রস থেকে তাল মিছরি, গুড়, চিনি ও ভিনিগার তৈরি করা হয়।

 

সাধারণত ভাদ্র ও আশ্বিন মাসই তাল খাওয়ার উপযুক্ত সময়। একটি তাল গাছ ১০/১২ বছর বয়স থেকেই ফল দিতে শুরু করে।

 

তালের উপকারিতা:

১. তালের রস খেলে পেটের কৃমির সমস্যা দূর হয়ে যায়।

 

২. নিয়মিত তালের রস সেবনে সর্দি, মাথাব্যথা, হুপিং কাশি এবং অনিদ্রা দূর হয়ে যায়।

 

৩. গনোরিয়া ও আমাশার মতো রোগ থেকেও মুক্তি দেয় এই তালের রস।

 

৪. এছাড়াও বজ্রপাত ঠেকাতেই বিশেষ ভুমিকা রয়েছে তাল গাছের। তাই সাম্প্রতিকালে দেশে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় বেশি বেশি তাল গাছ লাগানোর কথা বলছেন পরিবেশবিদরা।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ