ট্যাটু

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

ট্যাটু
নিউজটি শেয়ার করুন

 

“দোতলার তালাবদ্ধ ঘরটির দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো। এরপর সিড়ি বেয়ে দোতলায় গিয়ে বন্ধ ঘরটার তালা খুলে ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ময়লা বদ্ধ পুরনো ঘরে কেমন যেন ভ্যাপসা গন্ধ। দরজার পাশে ডান দিকের সুইচ অন করে ঘরের লাইট জ্বালিয়ে নিলো সে। অস্পষ্ট হলুদ বাতির আলো। এ ঘরে সে ব্যাতিত কারো আসার অনুমতি নেই।

 

 

হলুদ বাতির আলোতে চোখ বুলালে দেখা যায় ঘরের কোণে একটি তক্তপোষ, পুরনো ঘুনে খাওয়া টেবিল তাতে একটি টিনের বাক্স এবং একটি ভাঙ্গা আলমারি। নাজমুল হক ঘুনে খাওয়া টেবিলের ওপর থেকে মাঝারি সাইজের সেই তালাবদ্ধ হাতবক্স হাতে নেন। এরপর চাবি দিয়ে তালাবন্ধ সেই বক্স খুলে তার মধ্য থেকে একটি ছবি বের করে। ছবিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তার সমস্ত মুখমন্ডলে মলিনতার ছাপ। চেপে রাখা যন্ত্রণা প্রকাশিত করতে পারছে না। মাথার সুক্ষ্ম কষ্টটা বেড়ে চলছে। কিছু স্মৃতি এমন হয় যা মনে করলে জীবনটা স্বর্গীয় মনে হয়। আবার কিছু স্মৃতি তার উল্টোও হয়। ফেলে আসা মুহুর্তকে আলিঙ্গন করে দেয়ালের দিকে তাকিতে রইল সে।

 

 

 

পুরো দেয়াল জুড়ে কিছু মানুষের ছবি। নাজমুল হক এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলো সেদিকেই। অতঃপর আরো একটি নতুন ছবিতে ক্রস চিহ্ন একে দিলো।

 

 

(লেখিকা আঁখি আক্তারে দ্বিতীয় উপন্যাস ট্যাটু। মলাট মূল্য ৩০০ টাকা।প্যারানরমাল থ্রিলার প্রেমীদের জন্য বইটি প্রি অর্ডারে বিক্রি হচ্ছে ৪০% ছাড়ে মাত্র ১৮০ টাকায়। কুরিয়ার খরচ ৪০ টাকা। প্রচ্ছদ শিল্পী সাদিত উজ জামান। প্রকাশনায় স্বরবর্ণ প্রকাশনী।

বইটি কিনতে যোগাযোগ করতে পারেন স্বরবর্ণ প্রকাশনীর ফেসবুক পেজে অথবা লেখিকার ফেসবুক আইডিতে।)


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ