ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
কোনো বাংলাদেশি হিসাবে প্রথমবারের মত জাতিসংঘের বিশেষ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হিসাবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান খান।
শনিবার (২ জানুয়ারি) সংস্থাটি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা বিশ্বজুড়ে বর্তমানে ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূত আছেন ৩২ জন। তারা নিজদের জনপ্রিয়তা ও কাজের মাধ্যমে সারা বিশ্বের শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থার কাজ সবার সামনে তুলে ধরেন।
তাহসান খান ২০১৯ সাল থেকে শরনার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের সাথে কাজ করছেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও বিশ্ব শরণার্থী দিবসে ইউএনএইচসিআরের সাথে ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মানবিক কাজের মাধ্যমে শরণার্থীদের সাথে ভাল সম্পর্ক তৈরী হয়েছে তার। জানতে পেরেছেন নানা অজানা কথা। তার এই অভিজ্ঞতা শরণার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক