ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।
কয়েকদিন ধরে তার করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। এরপর কোভিড-১৯ টেস্ট করান সোহম। পরে ফল পজিটিভ আসে। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সোহমের চিকিৎসা চলছে এবং এই অভিনেতার অবস্থা স্থিতিশীল।
সোহমের স্ত্রী ও দুই সন্তানের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। তবে তারা বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।
এদিকে সোহমের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই উদ্বিগ্ন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। দ্রুত এই অভিনেতার আরোগ্য কামনা করছেন তারা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক