আজ পাঁচ অভিনেত্রীর জন্মদিন

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

বিনোদন ডেস্ক : আজ একই দিনে নাটক ও সিনেমার পাঁচ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনের প্রথম প্রহর থেকে কাছের মানুষ ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা। তাদের সোশ্যাল মিডিয়া পাতায় দেখা যাচ্ছে শুভেচ্ছা বার্তা।

 

সোমবার (১২ অক্টোবর) জন্মদিন পালন করছেন মেহের আফরোজ শাওন, মৌসুমী হামিদ, সোহানা সাবা, সাবরিনা সুলতানা কেয়া ও নাদিয়া মীম।

 

এর মধ্যে অনেক দিন অভিনয়ে নেই শাওন। তবে বরাবরই নানা কারণে আলোচনায় থাকেন তিনি। নাটকের পাশাপাশি হুমায়ূন আহমেদের জনপ্রিয় কিছু সিনেমায় অভিনয় করেছেন শাওন। তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমাটি।

 

লাক্স তারকা মৌসুমী হামিদ টেলিভিশনের ব্যস্ত মুখগুলোর অন্যতম। দেখা গেছে অল্প কিছু সিনেমায়ও।

 

অন্যদিকে টিভির পরিচিত মুখ সোহানা সাবা। অল্প কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে আছে কলকাতার দুই সিনেমা। সম্প্রতি নিজের লেখা ওয়েব সিরিজ নিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সরব।

 

এক সময় পর পর সিনেমা করলেও কেয়া অনেকটাই অন্তরালে। মাঝে একটি ছবিতে যুক্ত হওয়ার খবর শোনা গেলেও পরবর্তীতে আপডেট জানা যায়নি। এ ছাড়া নতুন প্রজন্মের অভিনেত্রী নাদিয়া মীমকে টিভিতে নিয়মিত দেখা যায়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ