ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২২
রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে প্রেমিকসহ স্ত্রীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন স্বামী।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
থানায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি বলেন, ‘দুই তরুণ-তরুণীকে ওই হোটেল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। ওই তরুণীর স্বামীও থানায় রয়েছেন। এইমাত্র থানায় আসলাম। তরুণীটির সঙ্গে কথা না বললে আমি আসল ঘটনা জানাতে পারছি না। প্রকৃত ঘটনা জেনে গণমাধ্যমকে জানাতে পারব।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক