ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
ফেসবুকে হেফাজতে ইসলামের সরকারবিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সিংগাইর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) রাতে সিংগাইর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক টিপু সুলতান বাদী হয়ে এ মমলাটি করেন। পরে রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার আওয়ামী লীগ নেতা হলেন অলি আহমেদ (৫২)। তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বাদী ছাত্রলীগ নেতা টিপু সুলতান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হেফাজত ইসলামের সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচার আওয়ামী লীগ নেতা অলি আহমেদ তার ফেসবুক আইডিতে নিয়মিত পোস্ট ও শেয়ার করতেন। এ বিষয়ে তাকে অবগত করলেও তিনি তা কর্ণপাত করেননি। এ কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, অলি আহমেদকে বুধবার রাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক