ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙড় করে আফগানরা।
তিনে নামা ইব্রাহিম জাদরান ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ২৭ বলে ২৫ রান করেন।
এছাড়া শেখ মেহেদীর ব্যাট থেকে এসেছে ১৪ রান। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে এসেছে ১১।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক