ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে সাগর মোহনায় দুটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা ট্রলারে থাকা মাছ ও মোবাইলসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রোববার রাতে উপজেলার নিঝুম দ্বীপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর ও মেনার মোহনায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ট্রলারে থাকা ফখরুল মাঝি মোবাইলে জানান, ডাকাতরা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। নৌকায় উঠে তাদের বেঁধে ফেলে বেধড়ক মারধর করে আহত করে। তারপর নৌকায় থাকা ১০ মণ মাছ, ২৫০ লিটার ডিজেল, ১১টি মোবাইল ফোন, ট্রলারের ইঞ্জিন ও অন্যান্য মালামালসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে রাজিব মাঝির ট্রলারেও একই কায়দায় হামলা করে যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া দুই ট্রলারের মালামাল প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করেন ভুক্তভোগী মাঝিরা।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, আমরা মৌখিকভাবে দুটি ট্রলারে ডাকাতির বিষয়ে অবহিত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক