ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১
পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতন মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আরমান সরদার (২৬) মধ্য উপজেলার ভাণ্ডারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১ জানুয়ারি রাতে লক্ষ্মীপুরা মহল্লায় সজীব বেপারির বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটির সাথে একাধিকবার জোর পূর্বক শারীরিক সম্পর্ক করেন আরমান।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে আরমান সরদার ও তার সহযোগী সজীব বেপারিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ রাতেই এ মামলার প্রধান আসামি আরমানকে গ্রেফতার করে।
ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মূল আসামিকে গ্রেফতার করে শুক্রবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক