ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২২
বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় স্কুলছাত্র জিয়াউর রহমান রনি হত্যা মামলায় দুই কিশোরকে আট বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- বরগুনার পাথরঘাটার কালিপুর কাঁঠালতলী গ্রামের মকিম খানের ছেলে মনির হোসেন (১৭) ও আবদুল বারেকের ছেলে তরিকুল ইসলাম (১৭)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। আর খালাস পাওয়া কিশোরীর নাম পপি।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর গ্রামের প্রবাসী আবদুল মান্নান গাজীর ছেলে জিয়াউর রহমান রনি ও আবদুল বারেকের মেয়ে পপি কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।
কিন্তু পপির ভাই তরিকুল ইসলাম এ সম্পর্ক মেনে নিতে পারেনি। ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে তরিকুল ও তার বন্ধু মনির হোসেন স্কুলছাত্র রনির বাড়ি গিয়ে তাকে ডেকে আনে। এ সময় রনির মা মনিরের কণ্ঠ শুনতে পান।
রনি রাতে বাড়িতে না আসায় পরদিন তার মা পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই দিন আসামিরা রনির পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আর ২২ ফেব্রুয়ারি রনির লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত রনির মা সাহিদা বেগম বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত আসামিসহ ১০ জনের বিরুদ্ধে ওই দিনই একটি মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, আসামিরা নাবালক হওয়ায় আট বছর করে দণ্ড দিয়েছেন আদালত। সাবালক হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতো। রায়ে আমরা সন্তুষ্ট।
আসামিপক্ষের আইনজীবী মো. নুরুল আমীন বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক