ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
বরিশাল : সৌদি আরবের আল কাসিম প্রদেশে সড়ক দুর্ঘটনায় জেলার মুলাদী পৌরসভার তেরচর মহল্লার বাসিন্দা সুজন মল্লিক (৩৮) নিহত ও তার বড়ভাই কামাল মল্লিক (৫০) গুরুত্বর আহত হয়েছেন। তারা দুই সহদর সৌদি আরবে পেশায় ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই রোমান মল্লিক জানান, মুলাদীর তেরচর গ্রামের মরহুম নুরু মল্লিকের দুই পুত্র কামাল ও সুজন জীবিকার তাগিদে দীর্ঘদিন থেকে সৌদি আরবে বসবাস করছেন। তারা দুই সহদর সেখানে (সৌদি আরবে) ব্যবসা করতেন।
তিনি আরও জানান, বুধবার দুপুরে দু’ভাই ব্যবসায়ীক মালামাল ক্রয় করে পিকআপযোগে আলরাজ ঘাস মার্কেট থেকে ফিরছিলেন। পথিমধ্যে আল কাসিম প্রদেশের সাহইয়া সড়কে বিপরিতগামী অপর একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুজন মল্লিক নিহত ও তার বড় ভাই আহত হন।
সূত্রে আরও জানা গেছে, নিহত সুজন মল্লিকের লাশ পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ ও আহত কামাল মল্লিককে আল রাজ হাসপাতালে ভর্তি করেছেন। নিহতের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক