ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নাসির উদ্দিন (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কক্সবাজার জেলা সদর ঈদগাঁহ জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাকের জালাল আহমেদের ছেলে। গতকাল সোমবার রাতে মক্কা প্রবাসী মফিজুর রহমান দৈনিক আমাদের সময়কে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ৭টায় মক্কার সারআলহজ থেকে ওয়ালী আহাদ এলাকায় কাজে গেলে সেখানে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে নাসির উদ্দিনকে পিছন দিকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে মক্কা আল-নূর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রোববার দিবাগত রাতে তিনি মারা যান।
বর্তমানে নিহতের মরদেহ মক্কার স্হানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলেও জানান প্রবাসী মফিজুর রহমান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক