সৈকতে ভেসে এলো ৪০ কেজি ওজনের কচ্ছপ

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ২১, ২০২২

সৈকতে ভেসে এলো ৪০ কেজি ওজনের কচ্ছপ
নিউজটি শেয়ার করুন

 

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে সবুজ সাগর প্রজাতির একটি জীবিত মা কচ্ছপ।

 

শনিবার সকাল ১০টায় সৈকতের চর গঙ্গামতি পয়েন্টে কচ্ছপটি জালে পেঁচানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

 

পরে তারা ‘ব্লুগার্ড’ সদস্যদের খবর দেয়। কুয়াকাটা সৈকতে জীববৈচিত্র রক্ষায় কাজ করা ‘ব্লুগার্ড’ সংগঠনের সদস্যরা জানান, কচ্ছপটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, এটি ট্রলিং জাহাজের জালে আটকে পড়ার পর জাল কেটে দেওয়া হয়েছে। এটির ওজন ৪০ কেজি হতে পারে। কচ্ছপটিকে জাল থেকে ছাড়িয়ে সাগরে অবমুক্ত করা হয়েছে।

 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম কচ্ছপ উদ্ধারের কথা স্বীকার করে জানান, কচ্ছপটির শরীরে জড়ানো জাল দেখে মনে হচ্ছে গভীর সমুদ্রে ট্রলিং জাহাজে ব্যবহৃত জালে আটকা পড়েছিল এটি।

 

এর আগে ১৯ এপ্রিল সৈকতের ঝাউবাগান পয়েন্টে এক পা বিহীন আরও একটি জীবিত মা কচ্ছপ ভেসে এলে প্রাথমিক চিকিৎসা শেষে সাগরে অবমুক্ত করা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ