ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১
সাভারের আশুলিয়ার বংশী নদীর তীরবর্তী এলাকায় ডাকাতদল এক রাতে ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে।
রোববার (০৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (০৬ সেপ্টম্বর) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ ও উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গভীর রাতে একদল ডাকাত বংশী নদীতে নৌকায় নয়ারহাট এলাকায় আসে।
এরপর তারা নদী তীরবর্তী এলাকার প্রায় ১৮-১৯টি স্বর্ণের দোকানে হানা দেয়। এসময় তারা দোকানদের অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক