ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২২
সোহেল চৌধুরী রানা, সাপাহার প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সামাজিক সচেতনতা মূলক সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার আশড়ন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওই বিদ্যালয়ের শিক্ষা উপকরণের অভাবে শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পরা ১৫ জন শিক্ষার্থী মাঝে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার নিজস্ব তহবিল থেকে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, ডা. মোজাম্মেল হক, আইহাই ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও সমাজ সেবক, শিক্ষক এবং সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টা মণ্ডলীগন।
পরে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সাহিত্য প্রকাশনা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনকে বই উপহার দেওয়া হয় এবং সংগঠনের পক্ষ থেকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকারকে সম্মাননা স্বারক হিসেবে ক্রেষ্ট দেওয়া হয়। মূল অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক