সাপাহারে প্রাত্যহিক সমাবেশে হাজির ইউএনও

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

সাপাহারে প্রাত্যহিক সমাবেশে হাজির ইউএনও
নিউজটি শেয়ার করুন

 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে প্রাত্যহিক সমাবেশ প্রত্যক্ষ করতে স্কুলের সমাবেশস্থলে হাজির হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

 

 

বুধবার সকাল ৯ টায় উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সকাল ১০ টায় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে যোগদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় তিনি সকালের সমাবেশের বৈশিষ্ট্য, শিক্ষার্থীদের সম্মিলিত প্রার্থনার মূল্য এবং নৈতিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব রেখে বক্তব্য রাখেন।

 

 

উক্ত পৃথক সামাবেশে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

 

 

 

জানাযায়, সম্প্রতি উপজেলা পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২” এ নওগাঁ জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়ে ২১ টি ক্যাটাগরির মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেন ইউএনও আব্দুল্যাহ আল মামুন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ