ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সোশিও ইকোনমিক পার্টিশিপেশন (সেপপ) প্রজেক্ট এর বাস্তবায়নাধীন কর্মসূচি বিষয়ক নেটওয়ার্কিং এন্ড শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ লুথারেন মিশন-ফিন্নিশ এর আয়োজনে উচাডাঙ্গা ডে-কেয়ার সেন্টারে উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচক গনেশ মুর্মু, ব্যবস্থাপক, প্রতিবন্ধী ও পুষ্ঠি প্রকল্প বিএলএম-এফ নওগাঁ, ইউনুছার রহমান ডেভেলপমেন্ট কোঅডিনেটর বিএলএম-এফ নওগাঁ, সুরাইয়া বানু সমাজসেবা ফিল্ডঅফিসার, মনিটরিং অফিসার মি. দিপক বিশ্বাস , ফিল্ড অর্গানাইজার মি. রমেশ কুজুর সহ ৫ ইউনিয়নের ইউপি সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক