ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ৩০০ পিস নেশা জাতীয় ভারতীয় তৈরী ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুইটি গাঁজা গাছসহ দুইজন মাদক ব্যবসায়ী এবং একজন গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা সদরের মেডিকেলের সামনে অভিযান চালিয়ে ৩০০ পিস টেপেন্ডাডল ট্যাবলেট সহ মান্দা উপজেলার মইনোম গ্রামের মুজাহারুল ইসলামের ছেলে মোদাচ্ছের (৩৫) কে আটক করে।
অপরদিকে ওইদিন রাত আড়াইটার দিকে উপজেলা রায়পুর স্কুল পাড়ায় অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছ সহ রায়পুর গ্রামের শামসুদ্দিনের ছেলে মোহাম্মদ রয়েল হোসেন ওরফে কাহু (৪১) কে আটক করে। এদিন আরেক অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ বলেন, মাদক সহ আটক দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক