ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট পরিচালনা করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পঁচা আম ক্রয়ের দায়ে ৩ জন আম ব্যবসায়ী আড়ত মালিক কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমাবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন আম আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, নিরাপদ খাদ্য পরিদর্শক সাখাওয়াত হোসেন, থানা পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এসময় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পঁচা আম ক্রয়ের সত্যতা পাওয়ায় আইরিন ফল ভান্ডারের মালিক শহিদুল ইসলাম কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, রিফাত ফল ভান্ডারের মালিক রেজাউল ইসলাম কে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড এবং ভাই ভাই আম আড়তের মালিক সারোয়ার হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক