সরকারের কাছে ৩০০ কোটি টাকা চান মেয়র শাহাদাত

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৫

সরকারের কাছে ৩০০ কোটি টাকা চান মেয়র শাহাদাত
নিউজটি শেয়ার করুন

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতা নিরসন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে ৩০০ কোটি টাকা দাবি করেছেন। তিনি বলেছেন, আমরা ৮-১০ কোটি টাকা চাইনি, আমরা চেয়েছি প্রয়োজনীয় মেশিনারিজ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা।

 

 

শনিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত ‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, যেদিন অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার এসেছেন, সেদিনই ওনাকে সরাসরি বলেছি আমার ৩০০ কোটি টাকা দরকার। আমি গত ছয় মাসে অন্তত ১০টি দেশের সঙ্গে কথা বলেছি। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, চায়না ও জাপানের সঙ্গে আলোচনার পর জাপান একটি ‘মাস্টার ইকুইপমেন্ট অর্ডার’ দিয়েছে।

 

 

তিনি আরো বলেন, আমরা শুধু অভিযোগ করি না, আমরা সমাধান চাই। আমি চেষ্টা করছি ময়লাকে সম্পদে রূপান্তর করতে। তবে সরকার যদি অর্থ না দেয়, তাহলে এই শহরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।

 

 

সেমিনারে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক নজরুল ইসলাম (ভুঁইয়া নজরুল)।

 

 

বক্তারা বলেন, জলাবদ্ধতা চট্টগ্রাম শহরের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। এর সমাধানে শুধু মেয়র বা সিটি করপোরেশন নয়, বরং নাগরিক সমাজ, গণমাধ্যম, রাজনৈতিক নেতৃত্ব ও সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ দরকার। আলোচকরা নগর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ