ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
সাত মাস পরে সকলের প্রার্থনার জন্য খুলে দেওয়া হলো মক্কা। প্রতিদিনের নামাজের জন্য খুলে দেওয়া হলো মূল মসজিদ। তবে শুধু মাত্র দেশের মানুষই এখন মক্কায় যেতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিককে মক্কা এবং মদিনায় আসতে পারবেন বলে আরব প্রশাসনের তরফে জানানো হয়েছে।
টানা সাত মাস বন্ধ ছিল মক্কার মূল মসজিদ। অক্টোবরের গোড়ায় মসজিদ খুললেও সকলকে সেখানে যেতে দেওয়া হচ্ছিল না। আরব প্রশাসন জানিয়েছে, রোববার থেকে তা সকলের জন্য খুলে দেয়া হয়েছে। প্রতিদিন নামাজ পড়া যাবে। তবে এক সঙ্গে অনেক মানুষ এখনো মসজিদে ঢুকতে পারবেন না। একই সঙ্গে মক্কা এবং মদিনা উমরাহের জন্যও খুলে দেওয়া হয়েছে গত ৬ অক্টোবর থেকে। নিয়ম করা হয়েছিল, এক দিনে ছয় হাজার মানুষ মসজিদে যেতে পারবেন। রোববার থেকে সেই সংখ্যা বাড়িয়ে ২০ হাজার করা হয়েছে।
আরব প্রশাসন জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিককেও মসজিদে আসার অনুমতি দেওয়া হবে। যে সমস্ত দেশে করোনার প্র’কো’প কমেছে, সেই সমস্ত দেশের নাগরিকরাই অগ্রাধিকার পাবেন। করোনার প্র’কো’প কমার কারণেই নতুন এই নিয়মগুলি চালু হচ্ছে বলে জানানো হয়েছে।
ইউরোপে অবশ্য করো’নার দ্বিতীয় ঢে’উ চালু হয়ে গিয়েছে। বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। বহু জায়গায় নির্দিষ্ট সময়ের পরে কা’র্ফি’উ ঘোষণা করা হয়েছে। আবার অস্ট্রেলিয়ার মতো দেশে করোনার কড়াকড়ি একেবারেই শিথিল করে দেওয়া হয়েছে। আরবে আপাতত করোনার প্র’কোপ যথেষ্ট কম বলেই সে দেশের প্রশাসন দা’বি করেছে। তারই জেরে মক্কা, মদিনা সকলের জন্য খুলে দেওয়া হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক