ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২
বিশ্বকাপের সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেডে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ১৮৪ রানের সংগ্রহ পায় ভারত। ১৮৫ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬০ রান তুলে টাইগাররা। ইনিংসের সপ্তম ওভারে বৃষ্টির বাগড়ায় ম্যাচ আপাতত বন্ধ রয়েছে।
বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। মাঠে খেলা আর না গড়ালে বাংলাদেশ জয় লাভ করবে। সপ্তম ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬৬ রান।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমত ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন লিটন দাস। ২১ বলে ফিফটি তুলে নিয়েছেন এই হার্ড হিটার ব্যাটার। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ২৬ বলে ৫৯ রানের ইনিংসে অপরাজিত রয়েছেন লিটন।
এর আগে ব্যাট করতে নেমে দিনের শুরুতে অ্যাডিলেডে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খায় ভারতীয় ব্যাটাররা। দলীয় ১১ রানে রোহিত শর্মার উইকেট হারায় তারা। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় ভারত। ওপেনার লোকেশ রাহুল ও বিরাট কোহলি মিলে ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তুলেন। দুইজনে করেন ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৩২ বলে ৫০ রান করে রাহুল সাজঘরে ফিরলে ম্যাচের হাল ধরেন সূর্যকুমার যাদব ও কোহলি। দুইজনে মিলে গড়েন ৩৮ রানের জুটি।
১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে সাকিবের বলে বোল্ড আউট হন সূর্যকুমার। সবশেষ বিরাট কোহলির অপরাজিত ৬৪ রানের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান মাহমুদ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক